Sunday, April 28, 2024
spot_img
Homeখেলাধুলাটি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড এখন বাবর আজমের

টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড এখন বাবর আজমের

বিনোদন বাজার রিপোর্ট

বিশ্ব ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম। টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি। বিশ্বের ১৩তম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন বাবর।

বুধবার পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি এবং করাচি কিংস এর মধ্যে ম্যাচে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন বাবর। এই ইনিংস দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেব ১০ হাজার রানের ইতিহাস গড়েছেন।

নিজের খেলা ২৭১তম ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করেন তিনি। এতে ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই মারকুটে ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করতে নিয়েছিলেন ২৮৫টি ইনিংস। এতদিন তিনিই ছিলেন এই ফরম্যাটে ১০ হাজার রান করা বিশ্বের দ্রুততম ব্যাটার।

এ তালিকার তৃতীয় স্থানে নেমে গেলেন বিরাট কোহলি। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ২৯৯টি ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন।

তাঁর পর আছেন দুই অস্ট্রেলীয়। যথাক্রমে ডেভিড ওয়ার্নার (৩০৩টি ইনিংস) এবং অ্যারোন ফিঞ্চ (৩২৭)।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়