Thursday, May 9, 2024
spot_img
Homeবাণিজ্যসয়াবিন তেলের দাম কমলো ১০ টাকা; নতুন দাম কার্যকর ১ মার্চ থেকেই

সয়াবিন তেলের দাম কমলো ১০ টাকা; নতুন দাম কার্যকর ১ মার্চ থেকেই

বিনোদন বাজার রিপোর্ট

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা আজ ১ মার্চ থেকে কার্যকর হবে।

গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম রয়েছে ১৭৩ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এটি ১০ টাকা কমে, ১৬৩ টাকা হবে। ৫ লিটারের বোতল বিক্রি হবে ৮০০ টাকায়। আর খোলা সয়াবিন প্রতি লিটারের সর্বোচ্চ মূল্য ১৪৯ টাকা।

ইতোমধ্যে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ১ মার্চে দাম কমানোর কথা জানিয়েছে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়