Sunday, May 12, 2024
spot_img
Homeঅন্যান্যবাড়ল বিদ্যুতের দাম

বাড়ল বিদ্যুতের দাম

বিনোদন বাজার রিপোর্ট

সরকারের নির্বাহী আদেশে ২৯ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বাড়ানো হল বিদ্যুতের দাম। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বেড়েছে ৭০ পয়সা। নতুন দামের প্রজ্ঞাপনও জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ২৯ ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে নতুন দর।

মূল্যবৃদ্ধির ফলে ইউনিটপ্রতি খুচরা বিদ্যুতের দাম ৮ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ৯৫ পয়সায় দাঁড়িয়েছে। আর পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৪ পয়সায়।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে বিদ্যুতের দাম সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এর আগে সর্বশেষ গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন দফায় প্রতি মাসে গড়ে ৫ শতাংশ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এ ছাড়া গত বছরের ফেব্রুয়ারি থেকে গড়ে ৮ শতাংশ বাড়ানো হয় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম।

আর গত দেড় দশকে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৪ বার বাড়ানো হলো বিদ্যুতের দাম।

গত অর্থবছরে (২০২২-২৩) পিডিবি লোকসান করেছে ৪৩ হাজার ৫৩৯ কোটি টাকা। এতে সরকার ভর্তুকি দেয় ৩৯ হাজার ৫৩৪ কোটি টাকা।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়