বিনোদন বাজার রিপোর্ট
অমর একুশে বইমেলা-২০২৪ এর সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী ২ মার্চ (শনিবার) পর্যন্ত।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের বরাত দিয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা দুদিন বাড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন সংস্কৃতি সচিব। তাই বইমেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত বইমেলার সময় বৃদ্ধি করা হয়েছে।