Friday, December 20, 2024
spot_img

বাস ভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ

বিনোদন বাজার রিপোর্ট

ডি‌জে‌লের দাম ২ দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাস ভাড়া কি‌লো‌মিটা‌রে ৩ পয়সা কমতে পারে। বাংলাদেশ সড়ক প‌রিবহন কর্তৃপ‌ক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি এ সুপা‌রিশ ক‌রে‌ছে। বাস মা‌লিকরাও ভাড়া কমা‌নোর সুপা‌রিশে একমত পোষণ করেছেন । এখন সরকা‌র অনু‌মোদন করলে এই হ্রাসকৃত ভাড়া কার্যকর হ‌তে পারে।

সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধা‌রণ ক‌মি‌টির সভা অনুষ্ঠিত হয়।

ক‌মি‌টির প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বা‌সে প্রতি কিলোমিটারের প্রতি ভাড়া ২.১৫ টাকা থেকে ৩ পয়সা কমিয়ে ২.১২ টাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২.৪৫ টাকা থেকে ৩ পয়সা কমিয়ে ২.৪২ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ভাড়া কমা‌নোর সুপা‌রিশ আজই মন্ত্রণাল‌য়ে পাঠা‌নো হ‌বে। সরকার প্রজ্ঞাপন জা‌রি কর‌লে তা কার্যকর হ‌বে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়