Friday, December 20, 2024
spot_img

মায়ের কবরের পাশে সমাহিত করা হল অভিনেতা রুমিকে

বিনোদন বাজার রিপোর্ট

টিভি ও মঞ্চ অভিনেতা অলিউল হক রুমিকে বরগুনায় মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বরগুনা পৌরসভার গণকবরে তাঁকে দাফন করা হয়েছে।

সোমবার ভোরেই ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রুমি। এদিন বিকেলে রুমির মরদেহ তাঁর জন্মস্থান বরগুনা শহরে নেওয়া হয়।

এরপর আবুল হোসেন ঈদগা ময়দানে জানাজা হয়। জানাজা শেষে মা হামিদা হকের কবরের পাশে দাফন করা হয়েছে রুমিকে।

মাসখানেকের আগেই এই অভিনেতার ক্যানসার ধরা পরেছিল।

বরগুনায় জন্ম নেওয়া রুমি বরিশালের আঞ্চলিক ভাষায় বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেনও।

১৯৮৮ সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনো ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়