Friday, December 20, 2024
spot_img

ক্ষোভ থেকেই নিপুণের বিপরীতে লড়ার ঘোষণা দিলেন নায়ক শ্রাবণ

বিনোদন বাজার রিপোর্ট

শিল্পী সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নায়িকা নিপুণের বিপরীতে লড়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা শ্রাবণ শাহ। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন এই অভিনেতা। রোববার (৩১ মার্চ) মনোনয়ন ফরম কিনে এই ঘোষণা দেন তিনি।

এর আগে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল অভিনেতা শ্রাবণ শাহকে। গত সপ্তাহে বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। এরপরই তার সদস্যপদ আবার ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে শ্রাবণ শাহ বলেন, ‘আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আমার সাথে যখন নোংরামী হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার। লড়ার মতো লড়তে চাই৷ সবাই পাশে থাকবেন।’

তিনি বলেন, ‘আমি নিপুণ আপুকে জিজ্ঞেস করলাম আমার সদস্যপদ কেন বাতিল করা হলো, উনি তখন একটা স্ট্যাটাসের স্ক্রিনশট দেখান। এই স্ক্রিনশট ছিল, আমার ফেসবুকের একটি স্ট্যাটাস।’

ফেসবুকে কী লেখেছিলেন শ্রাবণ? তা জানিয়ে তিনি বলেছিলেন, ‘‘মূলত রত্না আপা (চিত্রনায়িকা রত্না) আর আমি মিলে মজা করে আলাপ করছিলাম। রত্না আপা ফেসবুকে লেখেন, ‘দুইজন এত ঝামেলায় না জড়িয়ে, একজন সভাপতি আরেকজন সাধারণ সম্পাদক হয়ে যাক। দ্বন্দ্বের অবসান হোক।’

আমি রত্না আপার কথার সূত্রেই লিখেছিলাম, ‘সভাপতি পদে কাউকে না পাওয়া গেলে শেষে জায়েদ খানকে সভাপতি করে প্যানেল ঘোষণা দিয়ে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার প্রস্তুতি চলছে না তো?’ এটাই আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম।

নিপুণ আপু এটা দেখিয়ে আমাকে বললেন, ‘এই স্ট্যাটাসের কারণে তোমার সদস্য পদ বাতিল করা হয়েছে।’’

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়