Sunday, May 19, 2024
spot_img
Homeঅন্যান্যকুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ড,পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই

কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ড,পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই

বিনোদন বাজার রিপোর্ট

কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকার পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের।

রবিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। আগুন গোসাইপাড়া, রায়টা, মাধবপুর, নিশ্চিন্দ্রপুর পাড়াসহ আশপাশের গ্রাম পর্যন্ত প্রায় সাত- আট কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দুই হাজারেরও বেশি পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বরজের পাশাপাশি গমসহ অন্যান্য ফসল পুড়ে গেছে। এরমধ্যে কিছু বাড়িও রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন স্থানীয়রা।

তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, অগ্নিকাণ্ডে পানচাষি ও এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। এ অঞ্চলের অর্থনীতি নির্ভর করে পানচাষের ওপর। এ ক্ষতি সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়