Friday, December 20, 2024
spot_img

যে কোনও গাড়ি হয়ে যাবে ‘স্মার্ট-কার’! তাক লাগানো ডিভাইস লঞ্চ করল Jio

কলকাতা: Reliance লঞ্চ করেছে JioMotive। সংস্থার দাবি, এটি Reliance Jio internet & connectivity universe-এরই অঙ্গ। খুব ছোট্টো OBD বা অন-বোর্ড ডায়গনস্টিকস ডিভাইস এটি। তবে যেকোনও গাড়িকে ‘স্মার্টকার’-এ বদলে দিতে পারে এই ছোট্ট ডিভাইসই।

সংস্থার দাবি, গাড়ির ড্যাশবোর্ডের নিচে থাকা OBD পোর্টে সংযুক্ত করে দিতে পারলেই সব সমস্যার সমাধান করে ফেলবে এই ডিভাইস। ই-সিম কার্ডের দ্বারা তখন গোটা গাড়িটি Jio নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

কোথায় পাওয়া যাবে এমন একটা ‘মুশকিল আসান’ করা যন্ত্র!

জানা গিয়েছে, Reliance–এর ডিজিটাল ওয়েবসাইট থেকে কিনে নেওয়া যেতে পারে মাত্রা ৪,৯৯৯ টাকায়। তাছাড়াও এই ডিভাইসটি পাওয়া যেতে পারে JioMart বা Amazon-এও।

এতে রিয়েল-টাইম লোকেশন, ভেহিকল হেল্থ, ড্রাইভিং বিহেভিয়র, অ্যান্টি-টো, থেফ্ট অ্যালার্টের মতো ফিচার পাওয়া যাবে। সঙ্গে থাকবে অ্যাকসিডেন্ট ডিটেকশন, Wi-Fi হটস্পট প্রভৃতি।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়