নিজস্ব প্রতিবেদক
নির্মাতা রায়হান রাফী তৈরি করছেন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। এর শুটিং শুরু হল আজ থেকে। ‘ব্ল্যাক মানি’-তে থাকছেন পূজা চেরী। সঙ্গে আছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক রুবেল।
গতকাল ৫ অক্টোবর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়হান রাফী, পূজা চেরী, রুবেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে পূজা বলেন, ‘আমার প্রথম সিনেমা ছিল রায়হান রাফীর পরিচালনায়। এবার তার প্রথম ওয়েব সিরিজে আমি থাকছি। এটা নিঃসন্দেহে আনন্দের।’
এর আগে রাফী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর সঙ্গে তার প্রথম কাজ হতে যাচ্ছে। সাধারণত তিনি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন ধারার কাজ করতে পেরে তিনিও অনেক আনন্দিত।