Thursday, February 6, 2025
spot_img

বিপিএল ছাড়ার হুমকি দিলেন ফরচুন বরিশালের মালিক

বিনোদন বাজার রিপোর্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসরে ইতোমধ্যেই ফাইনালে উঠেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। এদিকে এর মধ্যেই চলতি আসরের নানা বিতর্কিত কাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে বিপিএল ছাড়ার হুমকি দিয়েছেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

পারিশ্রমিক বকেয়া রাখা কিংবা স্পট ফিক্সিংয়ের সন্দেহ ওঠার মতো বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। এসব বিষয়ে বিসিবিকে কঠিন পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান।

এমনকি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এসব কাজের জন্য যথাযথ শাস্তি দেওয়া না হলে তিনি বিপিএলে না থাকারও হুমকি দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফিক্সিং প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘এটা কোনো কথা হতে পারে না। আমরা চাচ্ছি যে এটার বিচার হোক ও তারা শাস্তি পাক। এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের খেলোয়াড়ই হোক, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন। এটার বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না। একেবারে সোজা কথা। কারণ আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়, আর অন্যরা খেলা চালায় ফিক্সিং করে।’

পারিশ্রমিক ইস্যুতে বিপিএলজুড়ে আলোচনায় ছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এদিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক বকেয়ার কারণে বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশকে আর বিশ্বাস করছে না বলেও মনে করেন বরিশালের মালিক মিজান, ‘যা হয়েছে এমনটা হওয়া উচিৎ হয়নি। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিৎ ছিল তার সামর্থ্য আছে কি না। এটা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছা নেই, খুবই লজ্জাজনক ঘটনা। এর প্রভাব কিন্তু ইতোমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি। এবার চেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন হয়েছে।’

পরবর্তী বিপিএলেও ফরচুন বরিশাল থাকবে কি না এমন প্রশ্নে মিজানুর রহমানের জবাব, ‘এটা নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। তবে এই আসরে আমরা যথার্থ সম্মান পেয়েছি, বিপিএলের গভর্নিং কাউন্সিল আমাদের সঙ্গে কথা বলেছে, সময় দিয়েছে। আমরা কিছু আশ্বাসও পেয়েছি। মানুষ কাজ করতে গেলে পাঁচটির মধ্যে একটা ভুল হতেই পারে।’ আসন্ন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখতে চান বরিশালের মালিক।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়