Friday, December 20, 2024
spot_img

ফিরছেন সাকিব?

ক্রিড়া প্রতিবেদক

বাংলাদেশের উইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ দিয়েই ফিরতে জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান। আবুধাবিতে এক প্রেস মিটে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন।

কিন্তু সাকিব জানালেন, আজ (২১ নভেম্বর, ২০২৪) থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন শেষেই জাতীয় দলে ফিরছেন তিনি। গতকাল আবুধাবি টি-টেন-এর ‘প্রেস মিট’-এ উপস্থিত হয়েছিলেন দশ দলের অধিনায়ক। সেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিবকে প্রশ্ন করেন একজন, ‘সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব?’

হাস্যোজ্জ্বল সাকিবের ঝটপট জবাব, ‘এই টুর্নামেন্টের পরেই।’ তবে তিনি ফিরলেও শুধু ওয়ান ডে খেলবেন কারন টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

এর আগে এমন আলোচনাও হচ্ছিল যে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার বুঝি কানপুরেই শেষ হয়ে গেল! কারন ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব আল হাসান।

যদিও তারপর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চেয়েছিলেন বিদায়ী টেস্ট,সেটা হয়নি। ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়