বিনোদন বাজার রিপোর্ট
ফ্রান্সের কান সৈকতে আবারও বসছে চলচ্চিত্রের বিশ্বের অন্যতম সম্মানজনক আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আকর্ষণ কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নবীন-প্রবীণ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের আড্ডায় মুখর থাকে এ উৎসব। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ৭৭তম আসরের পর্দা উঠছে আজ। উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। এরই মধ্যে দক্ষিণ ফ্রান্সের কান শহরের সমুদ্রতীরের ৬ কিলোমিটারজুড়ে পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। গত রোববার পালে দে ফেস্টিভ্যালের মূল ফটকে ১১৫ কেজি ওজনের ২২ মিটার প্রশস্ত ও ১১ মিটার উঁচু উৎসবের বিশাল পোস্টার লাগানো হয়েছে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন।
এবারের উৎসবের অফিসিয়াল পোস্টারে জাপানের প্রয়াত কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ারকে স্মরণ করা হয়েছে। উৎসবের অফিসিয়াল পোস্টারে দেখা গেছে, রাতে খোলা আকাশের নিচে পাশাপাশি বসে আছেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সি নারী-পুরুষ। তাদের ওপর ঠিকরে পড়েছে চাঁদের আলো। সামনে বিশাল আকাশ, পাহাড় ও সবুজ বন। কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘র্যাপসোডি ইন অগাস্ট’ সিনেমা থেকে এই দৃশ্যটি নির্বাচন করা হয়েছে। কান উৎসবের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, “পোস্টারটি আমাদের একত্রিত থাকা ও সবকিছুর মধ্যে সম্প্রীতির গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। চলচ্চিত্র হলো অভিব্যক্তি ও ভাগাভাগির সর্বজনীন অভয়ারণ্য। এটি এমন একটি মঞ্চ যেখানে আমাদের মানবতা ও স্বাধীনতা বিরচিত থাকে।”
৭৭তম আসরটি উদ্বোধন করবেন তিনবার অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এই আয়োজনে তাকে দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণপাম। ২০১৫ সাল থেকে কান উৎসবে দেওয়া হচ্ছে সম্মানসূচক স্বর্ণপাম। এবারের আসরে এটি পাবেন কিংবদন্তি আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ লুকাস। উৎসবের সমাপনী আয়োজনে তার হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।
এই আসরে মূল প্রতিযোগিতায় ১৯টি, আঁ সার্তে রিগা বিভাগে ১৫টি, প্রতিযোগিতার বাইরে ৫টি, মিডনাইট স্ক্রিনিংস বিভাগে ৪টি, কান প্রিমিয়ারে ৬টি এবং স্পেশাল স্ক্রিনিংস বিভাগে ৫টি চলচ্চিত্র স্থান পেয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে প্রধান বিচারকের দায়িত্বে থাকছেন বার্বি সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। মূল প্রতিযোগিতার বিচারক থাকছেন ৯ জন। গ্রেটা ছাড়া আছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা ও ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি। আঁ সাঁর্তে রিগা বিভাগে প্রধান বিচারক থাকবেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা হাভিয়ার দোলান।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোয়েন্টিন দ্যুপিউ পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এতে অভিনয় করেছেন বন্ডকন্যা লেয়া সেদ্যু। ১৪ মে প্রতিযোগিতার বাইরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে থাকছে প্রদর্শনী। একই দিন ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অস্ট্রেলিয়ান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ মিলারের বহুল প্রতীক্ষিত নতুন পর্ব ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে। উৎসবের পরদিন ১৫ মে জর্জ মিলার এবং ছবিটির তিন অভিনয়শিল্পী আনিয়া টেলর-জয়, ক্রিস হেমসওয়ার্থ ও টম বার্কের উপস্থিতিতে প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’র জমকালো প্রদর্শনী হবে।
উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস’ উইকের ৬৩তম আসরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘র্যাডিক্যালস’। এটি সহ-প্রযোজনা করেছেন বাংলাদেশের দুই নির্মাতা আদনান আল রাজীব ও তানভীর হোসেন। ‘র্যাডিক্যালস’ মূলত ফিলিপাইনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন আরভিন বেলারমিনো।
এবারের কান উৎসবে চালু হতে যাচ্ছে ‘ইমারসিভ কম্পিটিশন’। এর প্রথম আসরে নতুন সম্ভাবনাময় ৮টি কাজ সেরা ইমারসিভ ওয়ার্ক অ্যাওয়ার্ডের জন্য লড়বে। এগুলোর বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে কান উৎসব কর্তৃপক্ষ ও উৎসবটির বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম।
উৎসবের ফিপ্রেসি জুরি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ ঋতি।
প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিসিয়াল শাখায় অংশ নিচ্ছে সিনেমা ‘নোরা’। এটি পরিচালনা করেছেন তৌসিফ আলজায়েদি। সিনেমাটিতে উঠে এসেছে নব্বই দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র।
এই আসরের রেড কার্পেটে আলো ছড়াবেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকারা। এবার লালগালিচায় আলো ছড়াবেন দুইবারের অস্কার বিজয়ী এমা স্টোন। ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবিটি নিয়ে কান উৎসবে হাজির হবেন এই অভিনেত্রী। অন্যদিকে ‘ফুরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। আরও থাকবেন কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ খ্যাতিমান তারকারা।
প্রতি বছর ভারতীয় তারকারা কান উৎসবে হাজির হয়ে থাকেন। জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাঁটবেন। এদিকে মডেল ও অভিনেত্রী শোভিতা ধুলিপালাও রেড কার্পেটে হাঁটবেন। তিনি একটি আইসক্রিম ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। মিস ওয়ার্ল্ড সুন্দরী মানুষি ছিল্লারের নামও চূড়ান্ত হয়েছে।
এই আসরে ইরানি পরিচালক মোহাম্মদ রসৌলফের সিনেমা ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’এর প্রিমিয়ার হবে। পাশাপাশি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দ্য পুরস্কারের জন্য লড়বে ছবিটি। এদিকে কান উৎসবে সিনেমা জমা দেওয়ায় রসৌলফকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছর উৎসবে ‘লেইলাস ব্রাদার্স’ সিনেমাটি প্রদর্শনের দায়ে বিখ্যাত পরিচালক সাঈদ রুস্তাইকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ইরানের একটি আদালত।
এ বছর ভারতের বেশকয়টি সিনেমা বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ভারতীয় নারী পায়েল কাপাডিয়ার পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৩০ বছর পর কোনো ভারতীয় চলচ্চিত্র স্বর্ণপামের জন্য মনোনয়ন পেয়েছে। আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত ছবির তালিকায় আছে ভারতের সন্ধ্যা সুরি পরিচালিত ‘সন্তোষ’। একই বিভাগে স্থান পাওয়া বুলগেরিয়ার কনস্তান্তিন বোজানভ পরিচালিত ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয় করেছেন ভারতীয় দুই অভিনেত্রী অনসুয়া সেনগুপ্ত ও ওমারা শেঠি।
কান উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত হয়েছে করণ কান্ধারির ‘সিস্টার মিডনাইট’। এতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। আরেক সমান্তরাল বিভাগ এসিআইডিতে (অ্যাসোসিয়েশন ফর দ্য ডিফিউশন অব ইন্ডিপেন্ডেন্ট সিনেমা) নির্বাচিত ইরানের মায়সাম আলির প্রথম চলচ্চিত্র ‘ইন রিট্রিট’-এ অভিনয় করেছেন ভারতের হরিষ খান্না। এ ছাড়া কান স্ক্রিন জুনিয়রস নামের মুক্ত আয়োজনে দেখানো হবে সূচি তালাতি পরিচালিত ‘গার্লস উইল বি গার্লস’। এতে অভিনয় করেছেন ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির তারকা কানি কুসরুতি।
কান উৎসবে ২০ বছর আগে ধ্রুপদি চলচ্চিত্রের বিভাগ চালু হয়। এতে কালজয়ী ছবিগুলোর পুনরুদ্ধার করা প্রিন্ট ও কিংবদন্তিদের নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী হয়ে থাকে।
উৎসবের উদ্বোধনী দিনে কিংবদন্তি ফরাসি সম্রাট নেপোলিয়নের পুনর্জন্ম হতে যাচ্ছে ভূমধ্যসাগরের তীরে! ধ্রুপদি বিভাগে দেখানো হবে তার উত্থানকে কেন্দ্র করে নির্মিত ‘নেপোলিয়ন।’ কান ক্লাসিকসে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ফ্রান্সের আবেল গঁস পরিচালিত ছবিটিকে পুনরুদ্ধার করতে ১৬ বছরের বেশি সময় লেগেছে।
এ ছাড়া একই বিভাগে দেখানো হবে শ্যাম বেনেগালের ‘মন্থন’ সিনেমাটি। পরিচালকের পাশাপাশি প্রদর্শনীতে থাকবেন চলচ্চিত্রটির অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী স্মিতা পাতিলের পরিবার, প্রযোজক এবং ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর। হিন্দি ভাষায় নির্মিত ৪৮ বছরের পুরোনো ‘মন্থন’ ছবির প্রিন্ট পুনরুদ্ধার করেছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন।
এদিকে উৎসব শুরু হওয়ার এক সপ্তাহ আগে কর্মীরা কাজ থামিয়ে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন। এই কর্মীদের মাঝে আছেন ড্রাইভার, প্রোজেকশনিস্ট, ক্যাটারারসহ নানা পেশার ফ্রিল্যান্স কর্মীরা। তবে উৎসব বন্ধ না হলেও এর প্রভাব পড়বে, এমনটাই মনে করা হচ্ছে।