টলিউড থেকে বলিউড একের পর এক তারকার বিয়ে। ২৯ নভেম্বরই মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেতা রণদীপ হুডা। বার বার বাঙালি অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে রণদীপের। কখনও সুস্মিতা সেন, কখনও আবার নন্দনা সেনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে অভিনেতার। ৪৭-এ এ বার ছাঁদনাতলায় ‘হাইওয়ে’ খ্যাত অভিনেতা। কনে লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। প্রাক-বিয়ের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মহাভারতের থিমে সাজবেন লিন এবং রণদীপের বিবাহ আসর। তবে বিয়ের আগে হবু স্ত্রীর কাছে কী আবদার করলেন অভিনেতা?