Sunday, February 9, 2025
spot_img

যোজন মাহমুদের কবিতার বই ‘নির্লজ্জ আর্তনাদ’

বিনোদন বাজার ডেস্ক

এক গুচ্ছ ভালোবাসার কবিতা নিয়ে লেখা কবিতার বই ‘নির্লজ্জ আর্তনাদ’ গত বারের মতো এবারও বেশ সাড়া জাগিয়েছে লেখক যোজন মাহমুদের নতুন কবিতার বই।

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে এসেছে লেখক যোজন মাহমুদের নতুন কবিতার বই,’নির্লজ্জ আর্তনাদ’। বইটি প্রকাশ করেছে কবি প্রকাশনী। এটি পাওয়া যাচ্ছে মেলার ৬৩-৬৪ নাম্বার স্টলে।

‘নির্লজ্জ আর্তনাদ’ বইটির প্রচ্ছদ
- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়