বিনোদন বাজার রিপোর্ট
এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো রোমান্টিক ও গভীর অনুভূতির কথাশিল্পী নামে খ্যাত লেখক বাবুল সিরাজী রচিত উপন্যাসের বই ”নির্বাচিত উপন্যাস ৩”।
“নির্বাচিত উপন্যাস ৩” বইটি “রিদম প্রকাশনা সংস্থা” থেকে প্রকাশিত হয়েছে।
বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৪ ইং রিদম প্রকাশনা সংস্থার ২৪৮, ২৪৯ নাম্বার স্টলে।
গ্রন্থটিতে স্থান পেয়েছে পাঁচটি উপন্যাস। উপন্যাসগুলোতে আছে প্রেমিক-প্রেমিকার সুখ-দুঃখের অনুভূতি, আছে বাস্তবতার সাথে দ্বন্দ্ব, আছে মনস্তাত্ত্বিক বিরোধ, প্রেম এবং সংসার জীবনের টানাপোড়ন।
প্রকাশনা প্রতিষ্ঠান থেকে লেখক বাবুল সিরাজী সম্পর্কে জানা যায়, তিনি একজন রোমান্টিক ও গভীর অনুভূতির কথাশিল্পী। তিনি তাঁর লেখায় জীবনের আকাবাঁকা পথে বাস্তবতার চিত্র তুলে ধরেন।
সিরাজী তাঁর লেখায় এক ভিন্নমাত্রার গভীরতা বজায় রেখে লিখে চলেছেন। পাঠকের কাছে তিনি বিপুলভাবে সমাদৃত এই কারণে যে তিনি পাঠকের খুব হৃদয়ের কাছে গিয়ে কড়া নাড়েন।
তাঁর যে কোনো লেখা একবার পড়া শুরু করলে শেষ না করে উঠা যায় না, এটাই তাঁর লেখার বৈশিষ্ট্য।
প্রবাসে বসবাস করেও তিনি তাঁর লেখা অব্যাহত রেখেছেন। সবগুলো উপন্যাসেই বাস্তবতার চিত্র ফুটে উঠেছে নানাবর্ণে, নানা ভঙ্গিমায়। সমাজের নানা অসঙ্গতিও তুলে এনেছেন তাঁর লেখনীতে। বাস্তবতায় জীবনের টানাপোড়নের আর কল্পনার জগতটাকে তুলে এনেছেন সুনিপূণভাবে।
লেখকের প্রধান গুণ হচ্ছে তাঁর অবজারভেশন। তাঁর বর্ণনার অসাধারণত্ব পাঠকের মনকে নাড়া দিয়ে যায় সহজেই। তিনি মিশেছেন বিভিন্ন ধরনের মানুষের সাথে। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এতটাই ঘটনাবহুল যে এসব অভিজ্ঞতার কথাই তুলে এনেছেন তাঁর লেখায় আশ্চৰ্য্য মুন্সীয়ানার সাথে।