Friday, December 20, 2024
spot_img

দেশের বাজারে চলে এলো স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৪ আল্ট্রা

বিনোদন বাজার ডেস্ক

সর্বাধুনিক স্মার্টফোন বাজারে আনল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। বাংলাদেশের বাজারে এসেছে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা। এআই সুবিধা সহ ফোনটিতে স্যামসাং ব্যাপক আপডেট করেছেন।

ক্যামেরা

কোম্পানি ক্যামেরার ক্ষেত্রে ভালো আপগ্রেড করেছে। নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে ২০০ এমপি + ৫০ এমপি+ ১২ এমপি ও ১০ এমপির- চারটি ক্যামেরা। তবে উল্লেখযোগ্য পরিবর্তন দ্বিতীয় টেলিফটো লেন্সে করা হয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের।

পারফরম্যান্স

নতুন মডেলের এই ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দেয়া হয়েছে, যা কোয়ালকমের সর্বশেষ চিপসেট। এটি এআই সমর্থন করে।

ডিজাইন

স্যামসাং তাদের গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলে একটি ফ্ল্যাট ডিসপ্লে দিয়েছে। যা ফোনের ওজন ২ গ্রাম কমিয়েছে। এই মডেলটিতে পুরুত্বও ০.৩ মিলিমিটার কমিয়ে ৮.৬ মিলিমিটার করা হয়েছে।নতুন মডেলে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করেছে।

কালার

টাইটানিয়াম ব্ল্যাক, গ্রে, ইয়েলো এবং ভায়োলেট রঙে নতুন এই ফোনটি পাওয়া যাবে।ডিসপ্লেএই ফোনে, স্যামসাং ২৬০০ নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস একটি ফ্ল্যাট ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে।

মূল্য

বাংলাদেশের বাজারে ফোনটি এই মুহূর্তে পাওয়া যাবে ২ লাখ ৪০ হাজার টাকায়।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়