Friday, May 9, 2025
spot_img

বজ্রপাতে কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায় সাতজন মারা গেছেন

বিনোদন বাজার রিপোর্ট

বজ্রপাতে কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায় সাতজন মারা গেছেন। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার দুই উপজেলায় বজ্রপাতে দুই স্কুলশিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মুরাদনগরে ও দুপুরের দিকে বরুড়ায় মোট চারজনের মৃত্যু হয়। 

মুরাদনগরে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম। 

কুমিল্লায় বজ্রপাতে নিহত এক স্কুলছাত্র

নিহত দুইজন হলেন- উপজেলার দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া (কালীবাড়ি) এলাকার মৃত বীরচরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে কাজ করছিলেন তারা। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

দুপুরের দিকে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছে দুই স্কুলশিক্ষার্থী। তারা হলেন, ওই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং একই এলাকার আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন। দুজনই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

অপরদিকে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) এবং ‌মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়