Wednesday, February 5, 2025
spot_img

বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালকরা

বিনোদন বাজার রিপোর্ট

বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের চালকরা। আজ (সোমবার) দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে ৯ দফা দাবি জানিয়ে তারা এই অবরোধ করেন।

সোমবার (২০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

ওই পোস্টে বলা হয়েছে, “আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিএনজিচালকরা বিভিন্ন দাবি নিয়ে বনানী বিআরটিএ অফিসের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে উত্তরা-কাকলী থেকে মহাখালীগামী রোডে যান চলাচল সম্পূর্ণ  বন্ধ রয়েছে।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের ব্যানারে আসা চালকদের অন্য দাবিগুলো হলো– ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করতে হবে; ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকের নামে অনুমোদন দিতে হবে; সিএনজি অটোরিকশা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন-৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে; প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে; পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে; লেন বা বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২৩ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়