Tuesday, February 4, 2025
spot_img

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, আসছে চমক

বিনোদন প্রতিবেদক

দুর্দান্ত দুটি পর্বের পর এ বছর ভক্ত-সমর্থকদের বড়সড় চমক দেখাতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা জেমস ক্যামেরনের অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

কয়েকদিন আগে ডিজনি প্রকাশ করেছে সিনেমাটির কনসেপ্ট আর্ট, যা দর্শকদের পরিচয় করিয়ে দেবে ফ্রাঞ্চাইজির বিস্তৃত মহাবিশ্বের সাথে।

নতুন এই কিস্তির কনসেপ্ট আর্টে ডিলান কোল এবং স্টিভ মেসিংয়ের চিত্রে উন্মোচিত হয়েছে ছবির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য। তার মধ্যে রয়েছে, উপকূলীয় উপজাতিদের সঙ্গে তুলকুন উপজাতিদের একত্রিত করা এবং আকাশে উড়ন্ত এলিয়েন হট এয়ার বেলুনের চিত্র।

তাছাড়াও এই পর্বে একটি নতুন উপকূলীয় উপজাতি ‘অ্যাশ পিপল’ এবং তাদের রহস্যময় গ্রামও তুলে ধরা হয়েছে চিত্রটির কনসেপ্ট আর্টে। ধারণা করা হচ্ছে, নতুন এই সিনেমার মাধ্যমে নির্মাতা জেমস ক্যামেরুন প্যান্ডোরা বিশ্বের দুটি নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং আগুনের প্রতীকী গুরুত্ব সিনেমার মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরবেন।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়