ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ আফ্রিকা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। এক সিরিজ পর দলে ফিরেছেন বাবর আজম। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সেরা হওয়া স্পিনার সাজিদ খানের জায়গা হয়নি পাকিস্তানের টেস্ট দলে। এক সিরিজ পরেই তার জায়গা হারানোটা চমক হয়েই এসেছে।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক সাজিদ। শেষ দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে হন সিরিজসেরা। সেই দুই ম্যাচে জুটি বেধে বল করেছেন নোমান আলীকে নিয়ে। শেষ দুই টেস্টে দুজন মিলে বল করেছেন টানা ৮৯.৫ ওভার। সেই দুই ম্যাচে ইংলিশদের ৪০ উইকেটের ৩৯টিই ভাগাভাগি করেছেন দুজন। এই দুজনের মধ্যে কপাল মন্দ সাজিদেরই। একমাত্র স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের দলে আছেন বাঁহাতি স্পিনার নোমান।
মূলত দক্ষিণ আফ্রিকার বাউন্সি ও পেস সহায়ক কন্ডিশনের কারণেই বাদ টিম কম্বিনেশনে জায়গা হয়নি সাজিদের। সিরিজের দুই টেস্ট সেঞ্চুরিয়ন ও কেপ টাউন। যে দুই ভেন্যুতে ঐতিহ্যগতভাবেই দাপুটে পেসাররা। সেঞ্চুরিয়নের শীর্ষ দশ উইকেট শিকারির মধ্যে একজন স্পিনারও নেই। কেপ টাউনের উইকেটেও তাই; সেরা পাঁচ উইকেট নেয়া বোলারদেরও সবাই পেসার।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়েন সাবেক অধিনায়ক বাবর। ব্যাট হাতে বাজে সময় পার করাতে তাকে বিশ্রামে পাঠায় পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। অবশ্য এক সিরিজ পরে তাকে আবার ডাকলেও স্কোয়াডের বাইরেই রাখা হয়েছেন শাহীন শাহ আফ্রিদিকে। কারণ হিসেবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা জানিয়েছে পিসিবি।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে টি-টোয়েন্টি-ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে পাকিস্তান।