বিনোদন ডেস্ক
ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে শুক্রবার (১৬ আগস্ট)। ঘোষণা করা তালিকায় অনুযায়ী, এবার বলিউড সিনেমার থেকে দক্ষিণি সিনেমা এগিয়ে গেছে।
বলিউডকে পেছনে ফেলে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিয়েছে মালায়ালাম ছবি ‘আত্তাম’।
এখানেই শেষ নয়, এবার সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছে দক্ষিণী অভিনেতা। বহুল আলোচিত ছবি ‘কান্তারা’র জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেঠি।
অন্যদিকে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ‘তিরুচিত্রম্বলাম’ ছবির জন্য নিত্যা মেনন। তার সঙ্গে যৌথভাবে ‘কচ্ছ এক্সপ্রেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মানসী পারেখ।