বিনোদন বাজার রিপোর্ট
পর পর ২ ম্যাচে হারের পর জয় পেল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনে আজ অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল।টসে জিতে আগে বোলিং করে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ২০ ওভারে মাত্র ১২৪ রান থামায় বাংলাদেশ। এরপর ৬ উইকেট আর ২০ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় এইচপি।
এই সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছিল এইচপি। এরপর আজ ঘুরে দাড়ালো তারা। এতে অবশ্য বড় কৃতিত্ব রিপন মন্ডলের। ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন এই পেসার। একই রান খরচে আবু হায়দার নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়ায় ৫১ রানের জুটি গড়েন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিশান আলম। তানজিদ ১৫ বলে ১৮ রান করে আউট হলেও ফিফটির দেখা পেয়েছেন জিশান। ৩৬ বলে ৫০ রান করে আউট হন তিনি। এরপর পারভেজ হোসেনের ২৩ রান ও আফিফ হোসেনের ১৭ রানে সহজ জয় পায় এইচপি।।