Thursday, December 26, 2024
spot_img

থিয়েটারের নাটক “মুক্তি”

বিনোদন বাজার রিপোর্ট

আগামী ২২ মে ২০২৪, বুধবার (ছুটির দিন), সন্ধ্যা ৭টায়
বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে
পরিবেশিত হবে থিয়েটার এর প্রসংশিত নাটক মুক্তি

এর নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। নাটকটি রচনা করেছেন লী ব্লেসিং। এর ভাবানুবাদ করেন মীজারুল কায়েস।

নাটকটিতে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী ও তানভীন সুইটি।

থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়েছে নাটকটি দেখার জন্য টিকিটের অগ্রিম বুকিং দেয়া যাবে। অগ্রিম বুকিং – ০১৭১৮০৭৩২৭৭(বিকাশ)। এছাড়া শো’র দিন বিকেল ৫টা থেকে ভেন্যুতে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়