Friday, December 20, 2024
spot_img

হোটেলে গিয়ে জোড়া পরকীয়ার পর্দা ফাঁস

ডেস্ক রিপোর্টঃ

একে অপরের স্ত্রীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে ধরা পড়ে গেলেন দুই যুবক। এমনই বিবাহিত চার নারী-পুরষের পরস্পরের প্রতি বিশ্বাসভঙ্গের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, দুই তরুণ-তরুণী প্রথমে হোটেলের একটি কক্ষে প্রবেশ করে। তার কিছুক্ষন পর আরও এক জোড়া তরুণ-তরুণী সেখানে আসেন।

অন্য একটি ঘরে প্রবেশ করার আগে প্রথম দম্পতির ঘরের বাইরে ছেড়ে রাখা জুতো দেখে খটকা লাগে দ্বিতীয় যুবকের। দরজায় টোকা মারতেই প্রথম যুবক বেরিয়ে এসে কথাবার্তা বলতে শুরু করেন।

দ্বিতীয় যুবকের সঙ্গে আসা তরুণী হঠাৎ বেরিয়ে আসতেই চমকে ওঠেন প্রথম যুবক। যুবককে দেখে ছুটে পালান দ্বিতীয় তরুণী। কারণ ওই যুবক তাঁর স্বামী।

পরের দৃশ্য আরও নাটকীয়, দুই যুবকের হাতাহাতির মধ্যেই প্রথম যুবকের ঘর থেকে বেরিয়ে আসেন অন্য তরুণী। যাঁকে দেখে হতভম্ব হয়ে যান দ্বিতীয় যুবক, কারণ সেই তরুণী আবার তাঁর স্ত্রী।

একে অপরের স্ত্রীর সঙ্গে সময় কাটাতে এসে ধরা পড়ে যাওয়ার পরে কী হল তা ছিল না ওই ভিড়িওতে

যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিনোদন বাজার পত্রিকা। ফ্যাকচেক করে ধারনা করা হচ্ছে বিডিওটি সাজানো ঘটনা।

ভিডিও লিঙ্কঃ 
- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়