Friday, December 20, 2024
spot_img

স্বল্প পোশাক পরায় শাস্তি পেতে হচ্ছে ইরানি শিল্পীর

ইরানি শিল্পী পরস্তু আহমাদিকে সম্প্রতি একটি অনলাইন কনসার্টে গান গাইতে দেখা গেছে। হিজাব ছাড়াই গান গেয়েছেন তিনি। যা ইরানের আইন লঙ্ঘন করে। সে হিজাব পরেনি। তিনি যে কালো পোশাকটি পরেন তাও অফ শোল্ডার। এবার ইরানে শাস্তির মুখোমুখি হতে হবে স্বল্প পোশাক পরা এই সঙ্গীতশিল্পীকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ওই তরুণীকে ইরানে নারীদের পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেছে।

ইরানি শিল্পী পরস্তু আহমাদি। সম্প্রতি একটি অনলাইন কনসার্টে গান গেয়েছেন তিনি। তার সঙ্গে মঞ্চে ছিলেন তিনজন। তারা ওই তরুণীর ব্যক্তিগত গ্রুপের সদস্য। পরস্তুর অনলাইন কনসার্টটি ইউটিউবে প্রচারিত হয়। এর পর ইরান সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাদের কী শাস্তি হবে তা স্পষ্ট নয়।

ইরানে নারীদের জন্য একটি বিশেষ ড্রেস কোড রয়েছে। এদেশের আইন অনুযায়ী নারীদের সর্বত্র হিজাব পরতে হবে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়