Friday, December 20, 2024
spot_img

সাজা শেষে ৩৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিনোদন বাজার রিপোর্ট

বাংলাদেশিসহ ৬৮ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। যারা বিভিন্ন সময় আটক হয়েছেন। এরমধ্যে বাংলাদেশি ৩৭ জন। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ সোমবার (১৭ আগষ্ট) এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল ২ এর পাশাপাশি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর (এলটিএএস) এর মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। ফেরতদের মধ্যে ৩৭ বাংলাদেশি, ১৪ চীনা, ১৫ ইন্দোনেশিয়ান ও নেপালি ১ এবং ১ জন থাই নাগরিকসহ মোট ৬৮ জন রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য অভিবাসীদের সাজা দেয়া হয়।

বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ারপর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সেইসঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়