বিনোদন বাজার রিপোর্ট
ছাত্র-জনতার গণ-আন্দোলনে এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে একটি হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। এই পদত্যাগের ফলে দেশজুড়ে বিজয় উল্লাস করছেন নারী-শিশুসহ দেশের আপামর জনগণ। লাখ লাখ মানুষের বিজয় উল্লাসের ধ্বনিতে দেশের রাজপথসহ দেশের সর্বত্র প্রকম্পিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পুরো রাজপথ দখল নেয় দেশের আন্দোলনরত শিক্ষার্থীরাসহ দেশের সব শ্রেণির মানুষ। দুপুর গড়িয়ে আড়াইটার পর পরই সর্বত্র ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগের খবর। আর এই খবরে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। ঘর থেকে সবাই বাহির হয়ে রাস্তায় নেমে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সেই সঙ্গে বিজয় মিছিল নিয়ে গণভবনের দিকে ছুটে যায় সাধারণ মানুষ। এরপর যে যেভাবে পেরেছে গণভবনের ভেতরে প্রবেশ করে আনন্দ উল্লাস করতে থাকে লাখ লাখ মানুষ।
আরো দেখা যায়, গণভনের ভেতরে প্রবেশ করে সেখানকার হাঁস-মুরগি, কবুতর, পুকুরের মাছ, ফ্রিজ থেকে মাছ-মাংস, সোফা, ফ্যান, আলমারি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে যায় বিভিন্ন শ্রেণির লোকজন। তবে শিক্ষার্থীরা অনেকের কাছ থেকে সেগুলো রেখে মানুষকে বুঝাতেও দেখা গেছে এটা নেওয়া আমাদের দরকার নাই, এসব দেশেরই সম্পদ।
এদিকে, বিজয় উল্লাসের কারণে রাজধানীর কোথাও কোন ধরনের গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। পুরো রাজধানীজুড়ে লাখ লাখ মানুষ পায়ে হেটে আনন্দ উল্লাস প্রকাশ করছে। সেই সঙ্গে কোনা বাধা না থাকায় জাতীয় সংসদের ভেতরে এখন লাখ লাখ মানুষ প্রবেশ করে আনন্দ উল্লাস করছে।
গণভবনে আসা শারমিন আক্তার বলেন, আজ মনে হলো দেশ স্বাধীন হলো। আজ এতো আনন্দ লাগছে মনে হচ্ছে আগামী ছয় মাস না খেলেও বেঁচে থাকব। শরীরে যেন পূর্ণ শক্তি ফিরে এসেছে।
রবিউল নামের আরেক সাধারণ মানুষ বলেন, আজ আমরা স্বাধীন। জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা আজ মুক্ত।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এ বছরের ১১ জানুয়ারি। এর আগে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। এই নির্বাচন আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল। এ নির্বাচন ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়।
শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে? এ নিয়ে সবশেষ খবর প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। এনডিটিভির প্রতিবেদন বলছে, ভারতের দিল্লিতে শেখ হাসিনাকে বহনকারী এয়ারক্রাফট অবতরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, পিটিআই’র সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, ভারত থেকে লন্ডনে যেতে পারেন শেখ হাসিনা।