বিনোদন বাজার রিপোর্ট
শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন সৈয়দ জামিল আহমেদ।
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সৈয়দ জামিল আহমেদ গণমাধ্যমকে বলেন, এটা অনেক বড় দায়িত্ব। কারণ দেশের শিল্প-সংস্কৃতিচর্চার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি।
তিনি বলেন, একাডেমির মহাপরিচালক পদে যোগ দেওয়ার জন্য সংস্কৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাকে অনুরোধ করেন। শুরুতে আমি এই দায়িত্ব নিতে চাইনি। প্রস্তাব দেওয়ার পর কয়েকদিন সময়ও নিয়েছি। পরবর্তীতে মনে হয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরির কাজ চলছে তখন একজন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়া উচিত।
সৈয়দ জামিল আহমেদ আরও বলেন, কয়েক শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশকে পুনর্গঠনের অংশ হিসেবে এই দায়িত্ব নিয়েছি। আমার দুই বছরের মেয়াদকালে আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। একাডেমির অনিয়মগুলো দূর করে নিজের সর্বোচ্চ মেধা দিয়ে প্রতিষ্ঠানটির গতিধারা ফিরিয়ে আনবো। এছাড়া দ্রুত সময়ের মধ্যে শিল্পকলা একাডেমির শিল্প-সংস্কৃতিনির্ভর কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করবো।
সৈয়দ জামিল আহমেদের জন্ম ঢাকায় ১৯৫৫ সালের ৭ এপ্রিল। মাত্র ষোল বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেয়া সৈয়দ জামিল আহমেদ, ১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্নাতক হন প্রথম শ্রেণিতে প্রথম হয়ে। একই বছরে তিনি ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার টেলিভিশন প্রডিউসারস ট্রেইনিং-এও প্রথম হন। অতুল মেধার স্বাক্ষর রেখে ১৯৮৯ সালে তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে থিয়েটার আর্টস এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রী।
ড. সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা, তিরিশ বছরের বেশি সময় ধরে এ বিভাগেই শিক্ষকতা করেছেন।
৭০টির বেশি মঞ্চ প্রযোজনার আলোক নির্দেশনা ও ৮০টিরও বেশি নাটকের মঞ্চপরিকল্পনা করেছেন সৈয়দ জামিল আহমেদ। দেশে বিদেশে অসংখ্যা কর্মশালা করিয়েছেন, একাধিক গবেষণার জন্য পেয়েছেন ফেলোশিপ। নিজের বিভাগ ছাড়াও দেশের বড় বড় নাট্যদলগুলোর জন্য প্রযোজনা নির্দেশনা দিয়েছেন, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে অলাভজনক ও পেশাদার নাট্যদল ‘স্পর্ধা; ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’। এই দলটি এরই মধ্যে অনেকগুলো আলোচিত প্রযোজনা মঞ্চে এনেছে।