Friday, May 9, 2025
spot_img

লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে আন্দোলন

বিনোদন বাজার রিপোর্ট

লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে আন্দোলন করছে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় অটোপাসকৃত প্রার্থীরা। দাবি আদায়ের আন্দোলনের নামে পরীক্ষার্থীরা নির্বাচন কমিশনে কাউকে ঢুকতে দিচ্ছে না। এমনকি এনআইডির সেবা নিতে দূর-দূরান্তর থেকে সেবাগ্রহিতাদেরও ঢুকতে দিচ্ছে না আন্দোলনকারীরা।

রোববার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা এ সমাবেশ করেন।

নিজেকে চাকরিপ্রার্থী দাবি করে মো. মিজানুর রহমান নামের এক বিক্ষোভকারী জানান, তিনি কুমিল্লা থেকে এসে আন্দোলনে এসেছেন। তবে তিনি পরীক্ষার বিষয়ে সেভাবে বিস্তারিত সদুত্তর দিতে পারেনি। এমনকি তার রোল নম্বর জানতে চাইলেও তিনি বলতে পারেননি।

সিরাজগঞ্জ থেকে আসা কামরুজ্জামান বলেন, আমরা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু আমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের বেশিরভাগের চাকরির বয়স শেষ হওয়া পথে। আমরা লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ করছি। আমাদের লিখিত পরীক্ষা নিয়ে কমিশন কিছু না জানালে আমরা কাউকে ঢুকতে দেব না বলেও জানান তিনি।

আন্দোলনকারীরা জানান, ২০১৯ সালের সার্কুলার হলেও প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করে ২০২৪ সালের ২৮ মার্চ। প্রিলি পরীক্ষা না দিয়েও ইসির ৭৪১ জনকেও উত্তীর্ণ করা হয়। এছাড়া নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৫৫ জন (৯ এপ্রিল ২০২৫)। এদিকে ২০১৯ সালের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ লিখিত পরীক্ষা ২ বার স্থগিত করা হয়।

শূন্য পদের বিপরীতে পরীক্ষার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব জানান, যে সব পদ ফাঁকা রয়েছে সেগুলো পূরণের কার্যক্রম চলছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষা বিষয়ে তিনি বলেন, বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়