Thursday, December 19, 2024
spot_img

লড়াইয়ের আগে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

ক্রিয়া প্রতিবেদক

উইন্ডিজ সফরের আনুষ্ঠানিক সূচি শুরু আজ, স্বাগতিকদের বোর্ড একাদশের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচটাকে হালকাভাবে নিচ্ছে না ক্যারিবীয়রাও। খোদ অধিনায়ককে রেখে দেওয়া হয়েছে প্রস্তুতি ম্যাচের এই দলে।

বাংলাদেশের জন্য এই প্রস্তুতি ম্যাচটা বেশ জরুরি। বেশ কিছু বিষয় পরখ করে নিতে হবে দলকে, সেটার জন্য আজ থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচটাই সবচেয়ে ভালো সুযোগ। টপ অর্ডার ব্যর্থতা থেকে বেরোনোর উপায় তো আছেই, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকের বিকল্প বের করতে হবে বাংলাদেশকে।

প্রস্তুতি ম্যাচে সাধারণত স্বাগতিক দল তাদের দ্বিতীয় সারির দলই মাঠে নামায়। উইন্ডিজও তাই করছে, কিন্তু এখানে চমকে যাওয়ার মতো বিষয়ও ঘটছে। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে দলটা রেখে দিয়েছে এই স্কোয়াডে।

এছাড়াও দলে আছেন টেস্ট স্কোয়াডে থাকা আরও দুইজন। অলরাউন্ডার জাস্টিন গ্রিভসের সঙ্গে আছেন টপ অর্ডার ব্যাটার তেভিন ইলমাখ। ১৩ সদস্যের স্কোয়াড নিয়ে এই প্রস্তুতি ম্যাচে খেলবে উইন্ডিজ।

প্রস্তুতি ম্যাচটা দুই দিনের। এরপর বাংলাদেশ আর উইন্ডিজ আগামী ২২ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলবে অ্যান্টিগায়। এই ম্যাচ শেষ করে দল চলে যাবে জ্যামাইকায়। সেখানে ৩০ নভেম্বর হবে পরের ম্যাচ।

সুত্রঃ বার্তা২৪

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়