বিনোদন বাজার রিপোর্ট
বেইলি রোডে রেস্টুরেন্ট ভবনে আগুনের ভয়াবহতা কাটতে না কাটতেই ঘটে যাচ্ছে একের পর এক আগুন লাগার ঘটনা। রাজধানীর বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বনানীর চার নম্বর রোডের এফ ব্লকের নির্মাণাধীন একটি আবাসিক ভবনের নিচতলায় আগুন লাগে বিকাল ২ টা ৪০ মিনিটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে । করে। ৩টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না।