Thursday, December 19, 2024
spot_img

যে কারণে বিশ্বজুড়ে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড

বিনোদন বাজার ডেস্ক

যান্ত্রিক দুই চাকার জগতে ঐতিহ্য ও রাজকীয়তার মিশেল হিসেবে অভিহিত করা হয় বিখ্যাত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলকে। বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয় এই বাইক বাংলাদেশের বাইকপ্রেমীদের কাছেও জনপ্রিয়। অনেক অপেক্ষার পর বাংলাদেশের বাজারে এসেছে রয়্যাল এনফিল্ডের বাইক।

২১ অক্টোবর থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’এর ৪ টি মডেলের মোটরসাইকেল। দাম পারে সাড়ে তিন লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে।

রয়্যাল এনফিল্ডকে বাংলাদেশের বাজারে এনেছে দেশীয় অটোমোবাইল প্রতিষ্ঠান ইফাদ মোটরস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রয়্যাল এনফিল্ড উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদনে সক্ষম।

মূলত বাংলাদেশে এতদিন ১৬৫ সিসির অধিক সিসির মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে গত বছর দেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার।

রয়্যাল এনফিল্ডের ইতিহাস

রয়্যাল এনফিল্ডের মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে। ১৯০১ সালে যাত্রা শুরু হয় রয়্যাল এনফিল্ডের। দুই ব্রিটিশ উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ এবং অ্যালবার্ট এডি এই মোটরসাইকেল তৈরি করেন। ১৯৫৫ সালে প্রতিষ্ঠানটি ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে চেন্নাইয়ে সংযোজন কারখানা স্থাপন করে। এরপর থেকেই ভারতের বাইকপ্রেমীদের মনে স্থান করে নেয় রয়্যাল এনফিল্ড।

মূলত অধিক সিসির শক্তিশালী ইঞ্জিন ও স্টাইলিশ লুকের কারণেই ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায় এই বাইক। বলিউডের জনপ্রিয় অনেক তারকা এবং ভারতের খেলোয়াড়দের পছন্দের তালিকায় রয়েছে রয়্যাল এনফিল্ড।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়