Friday, December 20, 2024
spot_img

মরাঠি মহিলার ছদ্মবেশে টলিপাড়ার জনপ্রিয় নায়ক! আড়ালে কে? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন

লাল পাড় সবুজ শাড়ি। হাতে চুড়ি, কানে দুল। সঙ্গে মানানসই নাকছাবি। সাজ দেখলে বোঝা যাচ্ছে মহিলাটি মরাঠি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল, কোনও তিনি আদতে এক জন পুরুষ। প্রয়োজনে মহিলার ছদ্মবেশ ধরেছেন। তার থেকেও বড় কথা, মানুষটি বাংলা ছোট পর্দার এক জনপ্রিয় নায়ক।

ছবি দেখে বোঝা বেশ কঠিন, ছদ্মবেশের আড়ালে কে লুকিয়ে রয়েছেন। এ বার দর্শকদের চমকে দিতে মহিলার বেশে পর্দায় হাজির হবেন অভিনেতা সুমন দে। এই মুহূর্তে কালার্স বাংলার ‘তুমিই যে আমার মা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুমন। কিন্তু হঠাৎ মহিলার ছদ্মবেশ কেন? আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বললেন, ‘‘পুরোটাই গল্পের প্রয়োজনে। নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝি মিটিয়ে নিতে অনি এ বার আরোহীর মন জিতে নিতে চায়। তাই ছদ্মবেশের আড়ালে ওর খাবারের হোম ডেলিভারিতে সাহায্য করবে।’’

টিআরপির কথা মাথায় রেখে সিরিয়ালে নিত্য নতুন চমক হাজির করেন নির্মাতারা। তাঁদের বিশ্বাস, সুমনের এই নতুন অবতার দর্শকদের পছন্দ হবে। সুমন অভিনীত এই চরিত্রটির নাম সুইটি দেশপাণ্ডে। চরিত্র প্রসঙ্গে সুমন বললেন, ‘‘চরিত্রটি মরাঠি। সুইটি কিন্তু খুব ভাল মোটরবাইক চালায়। আগামী দিনে খাবার নিয়ে আরোহীকে বাড়ি বাড়ি পৌঁছেও দেবে সে।’’

নায়কের ইমেজ ভেঙে পর্দায় মহিলা সাজতে রাজি হলেন কেন? সুমন বললেন, ‘‘প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু পরে চিত্রনাট্য পড়ে দেখলাম গল্পের প্রয়োজনেই তৈরি করা। তাছাড়া নতুন চ্যালেঞ্জ। তাই রাজি হয়ে গেলাম।’’ এর আগে পর্দায় সুমন কখনও মহিলার বেশে অভিনয় করেননি। নিজেকে কী ভাবে প্রস্তুত করলেন? সুমনের কথায়, ‘‘অভিনেতা হিসেবে এ রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিলই। এ ক্ষেত্রে কমল হাসন অভিনীত ‘চাচি ৪২০’, অক্ষয় কুমারের ‘লক্ষ্ণী’ নতুন করে দেখলাম।’’

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়