Friday, December 20, 2024
spot_img

ভারতের বিপক্ষে সেরাটা দেওয়ার চেষ্টা করব: জাকের

নিজস্ব প্রতিবেদক

প্রথম শ্রেণির ক্রিকেটে অনেকদিন ধরেই নিয়মিত পারফর্ম করছেন জাকের আলি অনিক। জাকেরের সামনে এসেছে নতুন সুযোগ। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে।

শুক্রবার মিরপুরে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের পর এ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

তিনি বলেন, ‘অবশ্যই খুব ভালো একটা অনুভূতি। সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওরকম প্রক্রিয়াতেই এগোই।’

এখন পর্যন্ত ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন জাকের আলি। এর মধ্যে ৪টি সেঞ্চুরিতে ২৮৬২ রান এসেছে তার ব্যাট থেকে। এখন সুযোগ পেলেন ভারতের বিপক্ষে স্কোয়াডে। একাদশে সুযোগ পেলে চ্যালেঞ্জ নিতে কতটা তৈরি জাকের?

তিনি বলেন, ‘স্কোয়াডে নির্বাচিত যেহেতু হয়েছি, উনারা (নির্বাচকরা) প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স। তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে। ’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর আগে বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডকেও হারায় তারা। সাদা পোশাকের ক্রিকেটে একটা উন্নতির ছাপ স্পষ্ট। ধীরে ধীরে কি বদলে যাচ্ছে টেস্ট সংস্কৃতি?

জাকের বলেন, ‘আমি কিছু দিন আগেও বললাম, আমরা (পাকিস্তানের বিপক্ষে) যে দুইটা ম্যাচ জিতলাম, আধিপত্য দেখিয়ে জিতে আসা, এটা তো অবশ্যই কালচার বদলানোর একটা আভাস। আর হ্যাঁ, দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। চেষ্টা করব সেরাটা দেওয়ার।’

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়