Friday, December 20, 2024
spot_img

বিয়ে নিয়ে মুখ খুলেছেন ববি

বিনোদন প্রতিবেদক

‘বউ’ নামের একটি ছবিতে দেখা যাবে ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। সম্প্রতি ঢাকার এফডিসিতে আয়োজিত হয় সেই ছবির মহরত। ছবির সেই মহরত অনুষ্ঠানে নানা বিষয়ের সাথে নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন এ নায়িকা।

ববি বলেন, বর পেলেই বিয়ে করব!

সিনেমার কাজ এখন কম উল্লেখ করে তিনি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে।’

নতুন বাংলাদেশ নিয়ে কি ভাবছেন, এ প্রসঙ্গে ববি বলেন, ‘একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

নিজের আসন্ন সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।

এদিকে ‘বউ’ ছবির পরিচালক জানিয়েছেন, চলতি মাসের শেষে সিনেমাটির শ্যুটিং শুরু হবে। একটানা শ্যুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়