বিনোদন বাজার রিপোর্ট
চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় বাড়ানো হবে না। তাই পূর্বনির্ধারিত সময় আজ ২০ ফেব্রুয়ারিই (মঙ্গলবার) মেলার সমাপনী দিন।
বিষয়টি নিশ্চিত করে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক বিবেক সরকার বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আজ ২০ ফেব্রুয়ারিই শেষ হচ্ছে মেলা। শেষদিনে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
যদিও ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর জন্য আন্দোলন করেছিল।
এ বিষয়ে মেলার বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও মেলার সময় বাড়ানোর সুযোগ নেই।
গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন।
এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়।
মেলার লোকসমাগম সম্পর্কে পরিচালক বলেন, এবছর প্রায় দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে। বেচাবিক্রি কেমন হয়েছে তা সমাপনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।