Friday, December 20, 2024
spot_img

‘বাজে স্বভাব’ গানের শিল্পী রেহান রসুল বিয়ে করলেন

বিনোদন ডেস্কঃ

শুক্রবার সন্ধ্যায় বিয়ের খবর জানান রেহান রসুল। রেহান তার বাগদত্তার সাথে একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন: “বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।”

ছয় বছর আগে ‘বাজে স্বভাব’ গানটি গেয়ে লাইমলাইটে আসেন রেহান রসুল। রেহানের সুর করা গানটি ইতিমধ্যেই ইউটিউবে প্রায় ৫৩ মিলিয়ন ভিউ পেয়েছে। 18,000 টিরও বেশি মন্তব্য দেখা হয়েছে, যার বেশিরভাগই গায়কের কণ্ঠ, সুর এবং গানের প্রশংসা করেছে। এই ছয় বছরে, তিনি বেশ কিছু নতুন গানেও কণ্ঠ দিয়েছেন, যার বেশিরভাগই হিট হয়েছে।

রেহান রসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। পরিবারের সবাই তাকে বৃষ্টি বলে ডাকে।

রেহান বলেন, এটা আমাদের ভালোবাসার বছর। 2016 সালে চালু হয়েছে। আমরা ABC রেডিওতে একসাথে কাজ করেছি। ছয়-সাত মাস প্রযোজক হিসেবে কাজ করেছেন বৃষ্টি। অবশ্য তখন তার সঙ্গে আমার কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না। এটা ছিল শুধুই বন্ধুত্ব। 2023 সালে আমরা আবার যোগাযোগ শুরু করি। 2024 সালের শুরুর জন্য শুভকামনা। এবং তারপর হঠাৎ আমার বিয়ে হয়ে গেল।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়