Friday, December 20, 2024
spot_img

প্রযোজক পরীমনির ভক্ত তাই ছবি ছাড়লেন মাহি, সেখানে নায়িকা হলেন কৌশানি

বিনোদন বাজার রিপোর্ট

প্রযোজক ও পরিচালক পরীমনির ভক্ত সেই দোষে ছবির কাজ ছেড়েছেন ঢালিউড নাইকা মাহিয়া মাহি। সেখানে এখন নতুন করে নেওয়া হয়েছে টালিউডের কৌশানি মুখোপাধ্যায়কে। শুটিং করতে ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন কলকাতার কৌশানি। উত্তরায় দুদিন ধরে ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের সেই ছবির শুটিং করছেন তিনি।

মাহির ছেড়ে দেওয়া ছবিতে কৌশানির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কৌশানি ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিং করবেন। এই কয়েক দিনে ছবিতে তাঁর অংশের পুরো কাজ শেষ হবে।

গত বছরের আগস্টে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ে শুটিংস্পটে হাজির হন মাহি। মন দিয়ে কাজও করছিলেন। হঠাৎ সেই ছবি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা বলেন মাহি।

জানা যায়, সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিত্রনায়িকা পরীমনির ভক্ত। তাই নায়িকা হিসেবে পরীমনিকেই এই সিনেমায় শুরু থেকে নিতে চেয়েছিলেন। কিন্তু পরীমনি ছবিটিতে অভিনয়ে সম্মত না হওয়ায় মাহিয়া মাহিকে নেওয়া হয়।

পরিচালকের মতে, প্রযোজকের ওই ধরনের কথার কারণে মাহি অভিমান করেছিল। আর একারনেই ছবির কাজ ছেড়ে। পরিচালক তাকে অনেক বোঝানোর ও ফেরানোর চেষ্টা করেও পারেননি।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়