বিনোদন বাজার রিপোর্ট
এবার দেশের প্রতিটি জেলায় মামলা হচ্ছে চিত্রনায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মানহানির হামলা হবে।
বুধবার ২২ মে এমন তথ্য জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব।
এর আগে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সভা হয় এফডিসিতে।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডি এ তায়েব বলেন, ‘তার (নিপুন) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছে নিপুন আমার মানহানি করেছে। এ কারণে তারা নিপুনের নামে মামলা করবে’।