Wednesday, March 12, 2025
spot_img

পিএসজির ৭ গোল, উঠে যাচ্ছে শেষ ষোলোয়

ডেস্ক রিপোর্ট

শেষ ষোলোয় পিএসজি উঠে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিতই ছিল। কারণ, আরেক ফরাসী ক্লাব ব্রেস্তের মাঠ থেকে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরেছিলো তারা। কিন্তু ঘরের মাঠে ব্রেস্তের জালে এভাবে গোলের বন্যা বইয়ে দেবে, তা হয়তো খোদ পিএসজিও ভাবেনি।

কিন্তু বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো ওঠার প্লে-অফের ফিরতি পর্বে ব্রেস্তকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পিএসজি। সে সঙ্গে দুই লেগ মিলে ১০-০ গোলের বড় ব্যবধানে ব্রেস্তকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিলো লুইস এনরিকের শিষ্যরা।

পিএসজির জন্য এটা একটা রেকর্ডের ম্যাচ। কারণ, ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় তারা এত বড় জয় পায়নি। অন্যদিকে ব্রেস্তের জন্য খুবই লজ্জাজনক অধ্যায় হয়ে থাকলো। এই প্রথম তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে; কিন্তু প্রথমবারই তারা লজ্জাজনক পরাজয়ে বিদায় নিলো।

পিএসজির হয়ে গোলদাতা ৭জন। কেউ একাধিক গোল করেনি। ২০ মিনিটে ব্র্যাডলি বারকোলা প্রথম গোলের সূচনা করেন। ৩৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন জর্জিয়ান ফুটবলার খাবিচা খাবারাতসখেলিয়া, ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন ভিতিনহা, ৬৪ মিনিটে চতুর্থ গোল আসে ডিজায়ার দুয়োর পা থেকে। ৬৯ মিনিটে ৫ম গোল করেন নুনো মেন্ডেজ, ৭৬ মিনিটে ৬ষ্ঠ গোল আসে গনকালো রামোস এবং ৮৬ মিনিটে সর্বশেষ ৭ গোল আসে সেনি মাইয়ুলুর পা থেকে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়