Friday, December 20, 2024
spot_img

পঞ্চদশ সংশোধনী রায়ে জনগণের প্রত্যাশা পূরণে অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক


পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বে) বিকেলে পল্টনে দলটির পুরোনো দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম ও সহকারী মহাসচিবদের সাথে আলোচনাকালে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, এ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আমাদের জাতি সত্তার রক্ষা কবচ সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিলে দেশের মানুষ আরো বেশি উৎফুল্ল হতেন এবং জাতীয় সংহতি আরো মজবুত হতো।

ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার নয় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনে আওয়ামী আমলের সকল সংশোধনী বাতিল করা জনগণের প্রাণের দাবি।

তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ভারতের আজ্ঞাবহ হয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সংবিধানের যে অবৈধ সংশোধনী এনেছে তার সবকিছু বাতিল করতে হবে।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়