Friday, December 20, 2024
spot_img

তৌহিদ আফ্রিদি-দীঘির প্রেম-গুঞ্জন

বিনোদন বাজার রিপোর্ট

একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমানের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির প্রেম-গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। এ গুঞ্জন নিয়ে দীঘি-তৌহিদ দুইজনেই সংবাদমাধ্যমে কথা বলেছেন একাধিকবার। কিন্তু আলোচনা তবু থেমে থাকেনি ।

একটি বিজ্ঞাপনে মডেল হয়ে অল্প বয়সেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন দীঘি। শিশুকাল পেরিয়ে সেই শিশু দীঘি এখন কিশোরী। চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন দীঘি। চলচ্চিত্রাভিনেতা সুব্রত ও মা প্রয়াত চলচ্চিত্রাভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে দীঘি।

এবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। আবারও দীঘির সামনে রাখা হয় সেই প্রশ্ন। তবে দীঘির স্পষ্ট উত্তর, তৌহিদের সঙ্গে প্রেম নয়! আছে বন্ধুত্ব।

সম্প্রতি ওই টিভি অনুষ্ঠানে নানা বিষয় নিয়েই কথা বলেন তিনি। প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’’

দীঘির সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাঁচতারা একটি হোটেলে দেখাও করেছেন তারা। কিন্তু আসলে বিষয়টা কী শুধুই প্রেম নাকি নিছক গুজব। তারই খোলাখুলি জবাব দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তিনি বলেন, ‘দীঘি আমার খুব ভালো বন্ধু। এছাড়া আর কিছুই না। ওর সঙ্গে আমার তুই-তোকারি সর্ম্পক। আমার শোয়ের মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। কিন্তু তারপর আমরা বেশ ভালো বন্ধু হয়ে গেছি। দীঘির সঙ্গে সিনেমা করার সম্ভাবনা আছে।’

এবার দীঘিকে ছোটবোন বললেন আফ্রিদি। রোববার (১৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে আসেন আফ্রিদি ও দীঘি। সেখানে এক ভক্ত মন্তব্য করেন, আফ্রিদির ছোট বোন দীঘি। ওই কমেন্ট পড়ে আফ্রিদিও বলে ওঠেন, ‘একদম, দীঘি আমার ছোট বোন। বারবার বলব, বন্ধু আমার ছোট বোন।’

আফ্রিদির পেজ থেকে লাইভটি শুরু করেছিলেন দীঘি। শুরুতেই তরুণ এ নায়িকা বলে ওঠেন, ‘হ্যালো এভরিওয়ান, আফ্রিদির পেজ আজ হ্যাক হয়ে গেছে। আজ আমি আর তানজিল জনি (কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার) মিলে আফ্রিদির পেজ হ্যাক করেছি। এখন আমরা একসঙ্গে ওর পেজ থেকে লাইভে এসেছি। তাই আফ্রিদিকে দেখা লাগবে না, আমাদের দেখুন।’

মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম-স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়।’’

তার মতে, ‘‘দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে। একটা সময় হলে চলার পর ‘প্রিয়তমা’ থেকে সবগুলো ছবিই ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে। তার মানে প্ল্যাটফর্ম ছাড়া কোনো পার্থক্য নেই।’’

সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থান-পতন নিয়ে দীঘির ভাষ্য, ‘‘এখানে সবারই আপস অ্যান্ড ডাউন হয়। সেখানে নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকব, এমন কিছু নয়। পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন। দিন শেষে আমার কাজ আসছে। বছরে দুই-তিনটা হলেও আসছে। এটা কিন্তু আমার জন্যে যথেষ্ট। ওখানে ট্রোলিং হোক বা যা–ই হোক, আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’’

চলতি বছর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব কন্টেন্ট ‘গাইয়া’ দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন দীঘি। এতে তার বিপরীতে অভিনয় করেন খায়রুল বাশার। এ ছাড়া বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয় করেও দর্শকদের নজর কাড়েন এই লাস্যময়ী অভিনেত্রী।

বিনোদন দুনিয়ায় তৌহিদ আফ্রিদি মূলত ট্রাভেল ব্লগ করে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি হয়ে উঠেছেন বাংলা ভাষায় জনপ্রিয় ইউটিউবার। দুই বাংলায় তৈরি করেছেন নিজের ফ্যান-ফলোয়ার।

শোনা যাচ্ছে, বড়পর্দায় আসতে যাচ্ছেন তৌহিদ আফ্রিদি। এ ব্যাপারে বলেন, ‘এটা ঠিক যে আমি সিনেমায় আসব। আমার হাতে বেশ ভালো কিছু প্রস্তাব আছে। তবে ঠিক কবে থেকে সিনেমায় নামব সে ব্যাপারে একটু চিন্তার মধ্যে আছি। তবে খুব তাড়াতাড়ি সিনেমায় আসব ভাবছি।’

উল্লেখ্য, ইউটিউবে ‘তৌহিদ আফ্রিদি’চ্যানেলে প্রায় ৩০ লাখ ৭০ হাজার সাবস্ক্রাইব রয়েছে। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদি ৭৭টি ট্রাভেল ব্লগ প্রকাশ করেছেন। এছাড়া মাইটিভিতে ‘তৌহিদ আফ্রিদি শো’উপস্থাপনাও জনপ্রিয় এই ইউটিউবার।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়