Thursday, April 3, 2025
spot_img

ঝমকালো আয়োজনে আইপিএলের ১৮তম আসর শুরু হবে ২২ মার্চ 

বিনোদন বাজার রিপোর্ট

আইপিএলের ১৮তম আসর শুরু হবে ২২ মার্চ । ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী ম্যাচ এবং গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠিত হবে।  

চোখ ধাঁধানো ঝমকালো অনুষ্ঠান নিয়ে কৌতূলের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। সিনেমাপ্রেমীরাও সমান উৎসাহী। কারণ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন এক ঝাঁক বলিউডে তারকা। আন্তর্জাতিক সংগীত শিল্পীরাও থাকছেন দর্শকদের মনোরঞ্জনের জন্য।  

জানা গেছে আইপিএল ২০২৫-এর গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন গার্ডেনে উপস্থিত থাকবেন সালমান খানসহ বেশ কয়েকজন বলিউড তারকা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রিয়ঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর সহ আরও অনেক তারকা অভিনয় শিল্পী। আরও থাকছে আমেরিকান পপ ব্যান্ড ‘ওয়ান রিপাবলিক’র পারফর্ম।

শাহরুখ খান তার দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)  সঙ্গে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান তার নতুন সিনেমা ‘সিকান্দার’ প্রচার করতে আসছেন। এছাড়াও দর্শকসারিতে উপস্থিত থাকেবন ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, করিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খান।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং র‍্যাপার করণ অউজলা। এর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ভারতসহ বিভিন্ন দেশের তাবড় খেলোয়াড়রা।

‘আপিএল’র ১৮তম সিজনের শুরু হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে। এ সিজনে ১০টি দল–গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ – মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে। ২৫ মে অনুষ্ঠিত হবে‘আইপিএল’র গ্র্যান্ড ফাইনাল।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়