বিনোদন বাজার রিপোর্ট
স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু। এই ইউনিটে মোট আট পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন আজ ছাত্রীদের চার পালায় এবং দ্বিতীয় দিন আগামীকাল বুধবার ছাত্রদের চার পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদের ছাত্র–ছাত্রীদের ১৫৫টি করে মোট ৩১০টি আসন রয়েছে। ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৩২১টি। সে হিসাবে ছাত্রীরা প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪১ জন আর ছাত্রদের ১৫৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩২ হাজার ৯৫টি। সে হিসাবে ছাত্ররা প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৮ জন।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নূহু আলম প্রথম আলোকে বলেন, ‘আজ ডি ইউনিটের প্রথম দিনের পরীক্ষা শুরু হয়েছে। কাল ডি ইউনিটের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।