Thursday, December 19, 2024
spot_img

জরিমানা দিতে হল বাদশাকে

বিনোদন ডেস্ক

রাস্তায় ভুল পথে গাড়ি চালিয়ে আইন ভঙ্গ করে জরিমানার মুখে পরেছেন ভারতের জনপ্রিয় ব়্যাপার বাদশা। পাশাপাশি উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন তিনি। অনিয়ন্ত্রিত ড্রাইভিংয়ের জন্য গুরুগ্রাম ট্রাফিক পুলিশ তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। 

পুলিশ জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর সোহানা রোডের একটি শপিংমলে পাঞ্জাবি গায়ক করণ আউজলার কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাদশা। সে সময়ই এমন কাণ্ড ঘটিয়েছেন গায়ক। গাড়িটি পাণিপথের বাসিন্দা জনৈক দীপেন্দর মালিকের নামে রয়েছে। যেটা ড্রাইভ করছিলেন বাদশা। 

জানা গেছে, দীর্ঘ ট্র্যাফিক থাকায় বাদশা উল্টোপথ দিয়ে গাড়িটি নিয়ে ঢুকে যায়। সেই ঘটনা ক্যামেরাবন্দী করেন আশপাশের পথচারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িতে পড়তেই ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ। সোমবার ব়্যাপার বাদশাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisment -spot_img

সবচেয়ে জনপ্রিয়