বিনোদন বাজার রিপোর্ট
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির দাম বাড়তি। আর সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে গিয়ে অপ্রস্তুত হয়ে যাচ্ছেন ক্রেতারা।
মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, জালি কুমড়া প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ মানভেদে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর মহাখালী বাজারে আসা একজন চাকরিজীবী বলেন, আজকে বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। দোকানিরা বলছে- আজ রাজধানীতে কাঁচামালের সরবরাহ তুলনামূলক কম, সে কারণে বাড়তি দাম ধরা হয়েছে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় সবজি কম আসবে, সে কারণে আজ দাম বেশি। তবে এই দাম যেন কালকে আবার না থাকে, দাম বাড়ানোর সুযোগ বুঝে যেন ব্যবসায়ীরা এসব সবজির দাম আগামীকালও বাড়তি না রাখে সেটা আমাদের প্রত্যাশা। আজ দাম বেশি বলে অর্ধেক অর্ধেক করে সবজি কিনলাম, এক কেজির জায়গায় আধা কেজি করে কিনেছি।
রাজধানীর মগবাজারে বাজার করতে আসা আরেক ক্রেতা বলেন, আজ সবজির মধ্যে কাঁকরোল কিনলাম প্রতি কেজি ১০০ টাকায়। বাজারে এমন কোনো সবজি নেই যার দাম আজ বাড়তি না। বিক্রেতারা বলছেন, দাম বাড়ার পেছনে আমাদের কোনো হাত নেই, বাজারে মাল আসেনি সে কারণেই দাম বাড়তি। যেহেতু খেতে হবেই, সে কারণে বাধ্য হয়ে বাড়তি দামেই অল্প অল্প করে কিছু সবজি কিনলাম। আসলে রাজধানীর ব্যবসায়ীরা ওৎ পেতে বসে থাকে, কি অজুহাতে তারা দাম বাড়াবে। কখনোই বাজার মনিটরিং মাঠ পর্যায়ে সেভাবে হয় না, ঠিকমতো বাজার মনিটরিং হলে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি হতো না।
রাজধানীর বাজারে আজ সবজির দাম বাড়তি বিষয়ে গুলশান লেক পাড় সংলগ্ন কাঁচা বাজারের এক বিক্রেতা বলেন, আজ সবজির পাইকারি বাজার কারওয়ান বাজারেই পাইকারি দাম বেশি। এর কারণ ঘূর্ণিঝড়ের কারণে গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে, সে কারণে আজকে ঢাকায় সবজির সরবরাহ একেবারেই কম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ বাজারে সব ধরনের সবজির দামই বাড়তি যাচ্ছে। আজ যেমন বৃষ্টি নেই, তাই আগামীকাল থেকে রাজধানীতে সবজির সরবরাহ বাড়বে। সে কারণে কালকে থেকে সবজির দাম কিছুটা কমে আসবে।