বিনোদন ডেস্কঃ
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তৃপ্তি ডিমরি নতুন গান ‘মেরে মেহবুব’। মুক্তির পরই গানটি ভাইরাল হয়েছে, পেয়েছে জনপ্রিয়তা। যদিও গানটি নিয়ে সমালোচকরাও সরব। তাদের মতে, গানটিতে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন তৃপ্তি। তবে সেগুলো গানটি জনপ্রিয় হতে বাধা হতে পারেনি।