বিনোদন বাজার রিপোর্ট
শ্রোতাপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন। আসছে ১৯ মে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।
আজ (৭ মে) সকালে সম্মাননা প্রাপ্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ফেরদৌস আরা নিজেই। এ সম্মাননা প্রাপ্তির খবরে শিল্পী বলেন, ‘সম্মননা-পুরস্কার বরারবই আনন্দের, প্রেরণার ও সম্মানের। আগামীতে আরও ভলো কাজ করার উৎসাহ পেলাম’। শিল্পী ফেরদৌস আরা এ বছর একুশে পদকও লাভ করেছেন।

ফেরদৌস আরা সব ধরনের গান গাইলেও নজরুলসংগীত শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন। চার যুগেরও বেশি সময় ধরে সংগীতচর্চা করছেন এই শিল্পী। উজবেকিস্তানে জাতিসংঘ আয়োজিত লোকসংগীত উৎসবে নজরুলসংগীত গেয়ে পুরস্কৃত হয়েছিলেন তিনি।

ফেরদৌস আরা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা, নজরুল ইনস্টিটিউটে নজরুলসংগীতের প্রশিক্ষক, সংগীত অনুষ্ঠান উপস্থাপনা, লেখালেখি, প্লে-ব্যাকসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। সঠিকভাবে নজরুল এবং উচ্চাঙ্গ সংগীতচর্চার জন্য এ শিল্পী ২০০০ সালে ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক।