বিনোদন বাজার ডেস্ক
১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবসে মঞ্চস্থ হবে ভালবাসার নাটক ‘লাভ লেটারস’।
রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার অভিনীত নাটকটি মঞ্চস্থ হবে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম হলে।
বিস্তারিত:
নাটক- লাভ লেটারস
রচনা: এ আর গার্নি
রুপান্তর: আব্দুস সেলিম
নির্দেশনা: ত্রপা মজুমদার
সময়: সন্ধ্যা ৭টা, ১৪ ফেব্রুয়ারি
স্থান: নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতি, বেইলী রোড।